৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম শাবিপ্রবির শিক্ষার্থী শরিফ

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরিফ খান।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ৪৪তম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়। এরপর শরিফ খানের পুলিশে প্রথম হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নিয়োগেও তিনি প্রথম স্থানে রয়েছেন বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক না হওয়ায় তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী গণমাধ্যমে বলেন, আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করছে। এটি আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

শরিফ খানের প্রশংসা করে তিনি আরও বলেন, সে (শরিফ) আসলেই অনেক মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথমদিকে রয়েছে। আমি তার মঙ্গল কামনা করি।


আমার বার্তা/এমই