ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ১

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর মুন্সিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান শিবচর হাইওয়ে থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেবার আগেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
 

আমার বার্তা/এল/এমই