পুঞ্জি সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন বাংলাদেশে করেছে বিএসএফ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৩:০১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল পুঞ্জি সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন বাংলাদেশে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে বড়লেখা উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ ১৫ জন নারী ও ১৮ জন শিশু। তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

বিজিবি সিলেট বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ান জানায়, সকালে উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকায় উদ্দেশ্যহীনভাবে এই ৪৮ জন ঘুরাঘুরি করছিলেন। এ সময় টহলরত বিজিবির নজরে আসলে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তাদের মধ্যে কেউ চিকিৎসা নিতে আবার কেউ কাজের সন্ধানে আজ থেকে প্রায় ১৭ বছর আগে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।
 

আমার বার্তা/এল/এমই