শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগী মারা গেছেন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৩:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বিগত চব্বিশ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মারা যাওয়া ১৮ বছর বয়সী ছনিয়া আক্তারের বাড়ি জেলার বাবুগঞ্জ উপজেলায় এবং বরগুনা জেলার পাথরঘাটার সাইফুল ইসলাম (৩৫)।

মঙ্গলবার (৭ ‍জুলাই) দুপুরে তথ্য নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, একদিনে নতুন ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন ৭৯ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৫৬৩ জন চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন ১৩ জন।


আমার বার্তা/জেএইচ