টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহতও হয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত তিনজনকে ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে গেছেন।
আমার বার্তা/জেএইচ