গাজীপুরের শ্রীপুরে পিকআপের চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গাজীপুর শ্রীপুরে সড়ক দুর্ঘটনার এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শিল্পী (৪০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন বনগ্রাম এলাকার বাসিন্দা এবং আব্দুল মতিনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে এমসি বাজার এলাকায় বসবাস করছিলেন। তিনি নয়নপুরে অবস্থিত ডেকো গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৫ টার দিকে শিল্পী গার্মেন্টসে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয় এবং পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আমার বার্তা/এল/এমই