চট্টগ্রামে ৫ বছরে সর্বনিম্ন পাসের হার

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৪:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। যেটি গত ৫ বছরে সর্বনিম্ন। এর আগে ২০২৪ সালের পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ছিল ৮৭ দশমিক ৫৩ এবং ২০২১ সালে ছিল ৯১ দশমিক ১২ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ শিক্ষার্থী। এর আগে ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ শিক্ষার্থী।


আমার বার্তা/জেএইচ