লালমনিরহাট সীমান্তে নারীসহ ১০ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৫:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। বুধবার (৯ জুলাই) মধ্যরাতে উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ৭৮ ব্যাটালিয়ন বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের।
আটক হওয়া ব্যক্তিরা সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে চার শিশু, তিন নারী ও তিন পুরুষ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর তারা আশেপাশে কোথাও যেতে পারেননি। সকালে স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ করে বিজিবিকে খবর দেয়। পরে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে টহলরত দূর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তারা জানান, প্রায় ১০ বছর আগে কাজের সন্ধানে ভারতে যান এবং সেখান থেকে সম্প্রতি হরিয়ানা রাজ্য থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধরে এনে সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এই বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, পুশইন হয়ে আসা ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে প্রশাসনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও কোনো সাড়া মেলেনি।
আমার বার্তা/জেএইচ