সাবেক এমপি নদভীর ক্যাশিয়ার আহমদ গ্রেপ্তার

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  মাল্টিমিডিয়া প্রতিনিধি,চট্টগ্রাম :

ছবি : প্রতিনিধি

হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ একাধিক মামলার আসামি আসামি সাবেক এমপি নদভীর ক্যাশিয়ার এস এম আহামদ হোসাইনকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র জনতা।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় নগরীর লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান।

জানা গেছে, অবৈধভাবে ভূমি দখল, মিথ্যা মামলা ও ব্যবসায়ীক প্রতারণাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাতকানিয়ার আওয়ামী লীগের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নদভীর আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠে এই আহামদ হোছাইন। তিনি নদভীর ক্যাশিয়ার হিসেবে এলাকায় পরিচিত। এসব কারণে সাতকানিয়ার এস এম আহামদ হোসাইন যেন চট্টগ্রাম মহানগরের লালদিঘী এলাকার এক মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত হয়ে উঠেছিল।

ভুক্তভোগীরা জানায়, দিনের পর দিন আওয়ামী স্বৈরাচারী সরকারের সঙ্গে আঁতাত করে প্রশাসনের নাকের ডগায় বীর দর্পে প্রতারণা বাণিজ্য চালিয়ে গেছেন তিনি।