মেলান্দহে নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১:১৫ | অনলাইন সংস্করণ
মুছা বিন নুর (মাল্টিমিডিয়া প্রতিনিধি) মেলান্দহ:

জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতা, চাঁদাবাজি ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে মনির হোসেন জুইস (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে মেলান্দহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মনির হোসেন উপজেলার পশ্চিমপাড়া চারাইলদার এলাকার বাসিন্দা এবং নাংলা ইউনিয়ন শ্রমিক লীগের একজন নেতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত একটি দেশবিরোধী ও নাশকতামূলক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ওই ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
এর আগে, চলতি বছরের ২২ মার্চ চাঁদাবাজির মামলায় তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করেন, যা নিয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মনির হোসেন এর বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”