মেলান্দহে বৃক্ষরোপন ও বিতরণ
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০:০৩ | অনলাইন সংস্করণ
মুছা বিন নুর (মাল্টিমিডিয়া প্রতিনিধি) মেলান্দহ:

জামালপুরের মেলান্দহে বিনামুল্যে এক শতাধিক কৃষ্ণচুড়া, দুই শতাধিক ফলজ বৃক্ষ রোপন এবং বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই বিকেল ৪টায় মালঞ্চ বটতলা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করেছে। মেলান্দহ শাখা সংগঠনের সভাপতি আব্দুল হাকিম এতে সভাপতিত্ব করেন।
বৃক্ষপ্রেমি ও সমাজসেবক শিল্পপতি জালাল উদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উদ্ধোধনী বক্তব্য রাখেন-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাও. নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শুভাষীষ রায়, ওসি তদন্ত স্নেহাশীষ রায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, কন্টেন ক্রিয়েটর ভাই হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সুরুজ্জামান মাস্টার, সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন-ওমর পাঠান, বৃক্ষপ্রেমি আবু হাসান মাহমুদ, সোনার বাংলা কম্পিউটার সেন্টারের পরিচালক হাতেম আলী, বিজন কুমার নন্দন, মনিরুজ্জামান মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন-সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।