চট্টগ্রামে আন্দোলনে হামলা, সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পলাতক এমপি নদভীর ব্যক্তিগত সহকারী মো. রাসেল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আমার বার্তা/এল/এমই