বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার পূর্ব চরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান (৪৮) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বড় ভাই ফয়জুর রহমান (৭০) ও মুজিবুরের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও আছে। দুই ভাইয়ের বিরোধ মীমাংসায় একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
বুধবার রাতে দুই ভাইয়ের পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় বড় ভাই ফয়জুর পেছন থেকে বাঁশের লাঠি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করেন। এতে মুজিবুর রাস্তায় লুটিয়ে পড়লে বড় ভাই আবারও তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
ছোট ভাইকে মৃত ভেবে ফয়জুর রহমান পালিয়ে গেলে স্থানীয়রা মুজিবুরকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে বড় ভাই ফয়জুর রহমানকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই