খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি, বিদুৎ বিচ্ছিন্ন পুরো গ্রাম

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৩:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রাতে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ট্রান্সফরমারগুলো উদ্ধার ও ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামের প্রায় ২ হাজার মানুষ।

সোমবার (২৮ জুলাই) বেলা ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামের বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ওই স্থানে বিদ্যুতের খুঁটির উপরে ও রাস্তার পাশে দাঁড়ানো লোকসহ এটি ট্রাক পার্কিংয়ে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। গ্রামবাসী সেখানে এগিয়ে গেলে ট্রান্সফরমারসহ চোরেরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। 

তাৎক্ষণিক স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কয়েকজন মোটরসাইকেলযোগে ট্রাকটিকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশও ট্রাকটিকে ধাওয়া করে। পরে, দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল থানা পুলিশের সহযোগিতায় বীরগঞ্জে ট্রাকের হেলপার শহীদুল ইসলামকে (২৪) পুলিশ আটক করে। তবে ট্রাকে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে ওই গ্রামটি বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারের অধীনে প্রায় ৬০টি সংযোগ রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ট্রান্সফরমার খুলে নেওয়ার কারণে গ্রামের প্রায় দুই হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ট্রান্সফরমারগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দ্রুত ফেরত দেওয়া হবে।

পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক বলেন, ওই এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। ট্রান্সফরমারগুলো পেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এগুলোর অধীনে প্রায় ৬০টি সংযোগ রয়েছে। 


আমার বার্তা/এল/এমই