সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেলেন এক হাজারেরও বেশি মানুষ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডের উদ্যোগে একদিনের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রংপুর জেলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক হাজারেরও বেশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন ৩ জন মেডিসিন বিশেষজ্ঞ, একজন শিশু রোগ বিশেষজ্ঞ (পেডিয়াট্রিশিয়ান), একজন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট ও অবসটেট্রিশিয়ান)।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরীব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
জুলাই পুনর্জাগরণ প্রোগ্রাম-২০২৫ এর অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে সেনাবাহিনী।
সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা আরও সহজ হবে।
আমার বার্তা/এল/এমই