কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক ৩
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
আটককৃতরা হচ্ছেন, আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে রায়টুটী ব্রিজের ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রিজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন অটোরিকশা চালক কালিপদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর পালানোর সময় ৩ যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমার বার্তা/এল/এমই