পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামাদিসহ মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি- ফটিকছড়ি সীমান্তের গোপাল ঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।
আটক মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু একই এলাকার মৃত নেসারুল হকের ছেলে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা সকালে অভিযানে নামে। তারা নোয়াহাট এলাকায় প্রথম অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দা উদ্ধার করে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে গোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।
আমার বার্তা/এল/এমই