মারমা বাজারে টোল আদায় বন্ধ ঘোষণা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইজারাদারকে কোনো ধরনের টোল না দিতে বিক্রেতাদের নিষেধ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের মধ্যমপাড়া এলাকায় মারমা বাজারে গিয়ে তিনি নিজে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

জানা গেছে, বান্দরবানের বিভিন্ন পাড়ার জুমচাষী ও কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে এ বাজারে এসে রাস্তার দুই পাশে বসে বিক্রি করেন। এসব কৃষক ও চাষীদের উপার্জনের ওপর নির্ভর করে চলে সংসার। কিন্তু কয়েক বছর ধরে জেলা পরিষদ বাজারটি ইজারার আওতায় এনে তাদের কাছ থেকে টোল আদায় করছিল, যা কৃষক ও জুমচাষীদের জন্য ছিল কষ্টকর।
 
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এবং স্মারকলিপি পাওয়ার পর বুধবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান নিজে বাজারে গিয়ে ঘোষণা দেন মারমা বাজার ইজারা থেকে বাতিল করা হয়েছে এবং আজ থেকে কাউকেই আর টোল দিতে হবে না। এ সময় তিনি উপস্থিত বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে আর কাউকে টোল দিতে হবে না। আমি চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিচ্ছি, এ বাজার থেকে আর কোনো টোল আদায় করা হবে না।’
 
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, সংগঠক লুবু প্রু, গণমাধ্যমকর্মী বাটিং মার্মা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রতিবছর বাজার ফান্ডের আওতায় বিভিন্ন হাট, বাজার ও ঘাট ইজারা দিয়ে থাকে। প্রাপ্ত অর্থ দিয়ে জেলা পরিষদ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

আমার বার্তা/এল/এমই