কিশোরগঞ্জের "সন্ধ্যা মডেল লাইব্রেরী" সরকারি তালিকাভুক্ত হলো

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কিশোরগঞ্জ জেলার একটি বেসরকারি উদ্যোগ ‘সন্ধ্যা মডেল লাইব্রেরী’ আজ আনুষ্ঠানিকভাবে জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জ-এর তালিকাভুক্ত গ্রন্থাগার হিসেবে স্বীকৃতি পেয়েছে। জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক স্বাক্ষরিত তালিকাভুক্তিকরণ সনদ (সনদ নং: কিশোর-১১২, তারিখ: ১০/০৯/২০২৫) প্রদান করে লাইব্রেরীটিকে এই স্বীকৃতি দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় একদল উদ্যমী তরুণ—ছাত্রছাত্রী, লেখক ও বইপ্রেমীদের মিলিত প্রয়াসে সন্ধ্যা মডেল লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

লাইব্রেরী প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই এই স্বীকৃতি অর্জন করায় সংশ্লিষ্টরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এটি কেবল একটি লাইব্রেরী নয়, বরং জ্ঞান ও সৃজনশীলতার একটি উন্মুক্ত চর্চাকেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায়, জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জ প্রাঙ্গণে লাইব্রেরীর সভাপতি পুলক কিশোর গুপ্ত ও সাধারণ সম্পাদক স্বাগতম কিশোর দাস–এর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র হস্তান্তর করেন লাইব্রেরিয়ান আজিজুল হক।

এছাড়া, গণগ্রন্থাগার অধিদপ্তর, ১০, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা থেকেও ‘সন্ধ্যা মডেল লাইব্রেরী’ নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যা মডেল লাইব্রেরী হোক জ্ঞানের আলো ছড়ানোর অনন্য এক প্রতিষ্ঠান—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আমার বার্তা/এমই