এক দিন পার হলেও জাফলংয়ে নিখোঁজ সুফিয়ানের সন্ধান মেলেনি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা/এল/এমই

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান নামের এক পর্যটক নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং এ গেল বুধবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে জিরোপয়েন্ট এলাকায় আবু সুফিয়ান পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
জানা যায়, নিখোঁজ সুফিয়ান পেশায় একজন কম্পিউটার মেকানিক ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নিখোঁজ সুফিয়ান তার বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে নামলে হঠাত তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান। এরপর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন, ডুবুরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত সুফিয়ানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সুফিয়ানকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে মুকিত আহমদ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আমার বার্তা অনলাইন: