মাগুরায় যৌথবাহিনী আগ্নয়াস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মাগুরায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন সদর উপজেলার পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক বিশ্বাস (৩৭) ও তার বড় ভাই মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস (৪৬)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পারলা গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই