সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে মাছ নিধনের অভিযোগ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের প্রভাবশালী আবু ছিদ্দিক সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে মাছ নিধন করায় স্থানীয় জেলেরা ও গ্রামের মানুষ মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের বাটপাড়া মৌজার বাতাকাটার ও ডুপের খালের মাগুরা হইতে মলাইশ ব্রীজ পর্যন্ত সরকারি খাল অবৈধ ভাবে দখল করে বাঁধ নির্মাণ করে রেখেছে। এলাকার সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা এ খাল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু একটি প্রভাবশালী চক্র খালটি দখল করে নেট জাল দিয়ে ও বাঁধ দিয়ে মাছ নিধন করছে। ফলে এলাকার মানুষ খালে মাছ নিধন করতে পারছেন না। বাঁধটি দ্রুত অপসারণ করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, এ খালে নেট জাল ও পাটি দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ নিধন করছে।

এ সময় শাহজাদাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, এই সরকারি খালে দশ বছর ধরে গ্রামের মানুষ মাছ ধরত, এখন জাল নিয়ে মাছ ধরতে গেলে তারা রেখে দেয়। গত বছর থেকে একটি লাঠিয়াল বাহিনী একা দখল করে খাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।আমরা চাই গ্রামের মানুষ সবাই মিলে মাছ ধরবে  এটা উন্মুক্ত চাই।

অভিযোগ বিষয়ে আবু ছিদ্দিক বলেন, আমাদের জমির পাশে ছোট্ট ছোট্ট গর্ত আছে সেখানে পাটি দিয়ে বাঁধ নির্মাণ করেছি। এটা কোন সরকারি খাল না।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই