বিজয়নগর শ্রীপুর ক্বেরাতুল কোরআন কারিমিয়া ও হেফজখানার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০ | অনলাইন সংস্করণ

  মোঃ শামীম মিয়া,বিজয়নগর প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের অন্তর্গত শ্রীপুর ক্বেরাতুল কোরআন কারিমিয়া ও হেফজখানার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য পূর্ণমিলনী ও অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও পীরে কামেল হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেখ মোহাম্মদ শাহ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাউরা কবি সানাউল হক কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ আহসান আহমেদ রানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বিশিষ্ট সমাজসেবক ও শ্রীপুর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন আহমেদ ভূঁইয়া,, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম দর্জি,, মাওলানা হারুনুর রশিদ আযহারী,, মাওলানা গাজী নিয়াজুল করিম,, মাওলানা আবু সাঈদ সরকার,, মাওলানা মতিউর রহমান শিপন,, মাওলানা বিল্লাল হোসাইন,, পল্লী চিকিৎসক ডা. কিরন ভূঁইয়া,, মাওলানা লুৎফুর রহমান,, মুফতি জাহিরুল ইসলাম,, মাওলানা নুরুল আলম,, মুফতি ইকরাম হোসাইন,, মাওলানা আব্দুল ওয়াহেদ,,, মাওলানা শফিকুল ইসলাম,, মোহাম্মদ আবুল ফজল,, মোহাম্মদ আক্কাস মাহমুদ,, মাওলানা মোফাচ্ছেলমা, মাওলানা রফিকুল ইসলাম হক,, এবং হাফেজ ফারুক আহমেদ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসাটির ধারাবাহিক উন্নতি ও সাফল্যের প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানটি এলাকার ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা আশা প্রকাশ করেন, মাদ্রাসাটি আরও এগিয়ে যাবে এবং এর সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। এবং বক্তারা ছাত্রছাত্রীদের প্রতি দোযা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত হাজারো অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের সামনে প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এভাবেই  পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।