গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৫ জনকে অর্থদণ্ড প্রদান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৫ জনকে  অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গাজীপুর মহানগরের বিলাসপুর, নাওভাঙ্গা, পশ্চিম ভুরুলিয়া, ছায়াতরু ও বিআইডিসি রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ  অর্থদণ্ড প্রদান করা হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর গাজীপুর জোনাল অফিসের  ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান,  গাজীপুর মহানগরের বিলাসপুর, নাওভাঙ্গা, পশ্চিম ভুরুলিয়া, ছায়াতরু. মাঝিরখলা ও বিআইডিসি রোড এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪৫টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত  রায়হানের নেতৃত্বে এসময় অভিযানে তিতাস গ্যাস গাজীপুর জোনাল অফিসের  ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, ইমার্জেন্সি  শাখার ম্যানেজার শাহ এমদাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী মনিশংকরসহ তিতাস গ্যাস অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন। 

আমার বার্তা/ প্রতাপ কুমার গোপ/এমই