গজারিয়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকি চর আবারও উত্তপ্ত, আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫জন আহত ও একাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এই ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের নাম জানা গেছে তারা হলেন শুক্কুর আলী, আসিফ, নুর ইসলাম, জান্নাত, শাহাদাত, পাভেল।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের বিএনপি নেতা মাহফুজ, আনোয়ারসহ কয়েকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু, যুবলীগ নেতা নাজমুল ইসলামসহ কয়েকজনের বিরোধ ছিল। ইতোপূর্বে একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, মাগরিবের আযানের সময় আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটি স্থানীয় বিএনপি নেতা মাহফুজ, আনোয়ারদের বাড়িতে হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপির কার্যলয় ও একাধিক বাড়িঘরে ভাঙচুর চালায়, এ সময় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় দুই গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে স্থানীয়রা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং গ্রামজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলেই রয়েছি। দুই পক্ষের কতজন আহত হয়েছেন,তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
উল্লেখ্য চলতি বছরের ৫ এপ্রিল চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়। এ সময় ৮টি বসতঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই
