গাজীপুরে ঢাকা রাজশাহী রেলরুটে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গাজীপুরে ঢাকা রাজশাহী রেলরুটে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালিয়াকৈর থানাধীন কালামপুর এলাকায় হাইটেক সিটি সেকশনে রেললাইনের ওপর অজ্ঞাতনামা পুরুষ (৪০) ঢাকাগামী ধূমকেতু ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
আমার বার্তা/এল/এমই