সরাইলে মাদক ও দাঙ্গা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ও দাঙ্গাকে না বলুন এবং এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে হৃদয়ে আলোকিত সরাইল ও বিপ্লবী উল্লাস কর দত্ত স্মৃতি পরিষদের যৌথ উদ্যােগে উপজেলা রিসোর্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের  সভাপতি আহমেদ হোসেনের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ.আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ। 

কৃষিবিদ গোলাম ফারুকের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  মোঃ আফজাল হোসেন । অনুষ্ঠানে আলোচক ছিলেন, হৃদয়ে আরোকিত সরাইল স্যগঠনের আহবাযক মোজাম্মেল পাঠান,
টটোগ্রাম সাহিত্যে সাড়া জাগানো লেখক,  বিশিষ্ট কবি এস এম,  নাজমুল কবীর ইকবাল, সরাইল সরকারী  কলেজের সহকারী  অধ্যাপক  মো. দুলাল মিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু সঞ্জীব কুমার দেবনাথ, বাবু দেবদাস সিংহ রায়, প্রভাষক মোঃ দুলাল মিয়া, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাবেক সভাপতি মোঃ আয়ুব খান মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রহমান শাহীন, মানবিক ব্যাক্তি রফিকুল ইসলাম, সাংবাদিক এসকে ইউসুফ, মাহবুবুর রহমান খন্দকার ও রিমন খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এ ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমরা মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারব।

বক্তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। এর বিস্তার রোধে প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।


আমার বার্তা/মো. রিমন খান/এমই