বিমানবন্দরে আটক যুবলীগ নেতা আবু সুফিয়ান শাহীন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৩:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানকে (শাহীন) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।
 
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আগের একটি মামলায় শুক্রবার সকালে যুবলীগ নেতা আবু সুফিয়ান শাহীনকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
 
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহীন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আমার বার্তা/এল/এমই