সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ধাক্কায় প্রাণ গেল শিশু ও অটোরিকশা চালকের
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিরাজগঞ্জের তাড়াশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাড়াশ পৌর এলাকার উলিপুর ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, সকালে গরু বোঝায় একটি ভটভটি গাড়ি নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। ভটভটিটি তাড়াশ পৌর এলাকার উলিপুর ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয় জানিয়ে তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আমার বার্তা/এল/এমই
