ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার সভাপতি আব্দুন নূর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতারা।
 
সভায় পীযূষ কান্তি আচার্য বলেন, ‘আমাদের একটি সুস্পষ্ট দাবি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি স্পেশাল ট্রেন চালু করতে হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটির স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে। ময়মনসিংহ অঞ্চলের অনেক মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেন এবং এখানকার বহু শিক্ষার্থী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাদের কথা বিবেচনা করে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়া অত্যন্ত জরুরি। আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এ দাবি মেনে নেবেন।’
 
সনাক সভাপতি আব্দুন নূর বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। যখন ব্রাহ্মণবাড়িয়ার জনগণ ক্ষুব্ধ হয়ে রাজপথে নামবে, তখনই তারা সাড়া দেবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি জনগণকে আন্দোলনে নামতে বাধ্য করবেন না বরং যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণ করুন।’
 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া বাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রেলরুটে একটি স্পেশাল ট্রেন চালু করা। সেই সঙ্গে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি দেয়া প্রয়োজন। বহুবার মানববন্ধন ও সমাবেশ করেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই, রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই যৌক্তিক দাবিটি মেনে নিক।’
 
জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহারঞ্জন সরকার বলেন, ‘একদিকে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট, অন্যদিকে রেলস্টেশনে বাড়ছে যাত্রীচাপ। এই পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালু ও ট্রেনের যাত্রাবিরতি দেয়া জরুরি। তা না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে এবং আন্দোলনে নামতে বাধ্য হবে ব্রাহ্মণবাড়িয়াবাসী।’
 
মানববন্ধনে জেলা নাগরিক ফোরামের নেতারা ছাড়াও শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

আমার বার্তা/এল/এমই