সরাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর পলাতক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোছা কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের উত্তর হাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কুলসুম বেগম ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী এবং চান্দের হাটির ফারুক মিয়ার মেয়ে। পরিবারের দাবি, তাকে যৌতুকের টাকার জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে ওড়না দিয়ে পেচিয়ে বসতঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর গৃহবধূর স্বামী মামুন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চার বছর আগে কুলসুম বেগমের সঙ্গে মামুন মিয়ার বিয়ে হয়। দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের। কিছুদিন আগে মামুন বিদেশ যাওয়ার কথা বলে কুলসুমকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। পরিবারের লোকজন পরে মামুনকে বিদেশ যাওয়া ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কুলসুমকে তার বাড়িতে ফিরিয়ে দেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কুলসুমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ঘটনার পর পরিদর্শন করেছেন মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) ব্রাহ্মণবাড়িয়া, এবং সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী।
ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, ভূইশ্বর গ্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
আমার বার্তা/এল/এমই