সরাইলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:০১ | অনলাইন সংস্করণ

  সরাইল প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সরাইল হিলিপ্যাড মাঠে উপস্থিত হন। হিলিপ্যাড মাঠ থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নূর আলমের নেতৃত্বে একটি বিশাল বড় আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে।

এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২ হাফিজুল ইসলাম মাখন, দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাকিব মিয়া, সরাইল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন , সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, যুবদল নেতা পারভেজ আলম, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা সভাপতি আশিকুর রহমান আশিক, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম , সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু খালেদ ভূইয়া, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ খন্দকার, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাফিজুল ইসলাম, সরাইল উপজেলা তরুন দলের আহ্বায়ক সাদেকুল ইসলাম, তরুন দলের সদস্য সচিব উজ্জ্বল আহমেদ মুন্সিসহ বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।


আমার বার্তা/জেএইচ