গাজীপুরে বাসাবাড়ি থেকে দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার, বাবা-ছেলে আটক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় এক বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক, নকল ডায়মন্ড উদ্ধারসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (২৯ অক্টোবর) রাত আড়াইটা থেকে ভোর সোয়া ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এসব উদ্ধার করে। এ সময় হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে (২৭) সেনাবাহিনীরা আটক করে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের আপন ভাই।
জানা গেছে, মহানগরীর বাসন থানা এলাকায় দীর্ঘদিন ধরেই তারা আধিপত্য বিস্তার করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে যৌথ বাহিনী অভিযানে নামে। এ সময় ওই বাড়ি থেকে বড় ছোরা ৮টি, ছোট ছোরা ১৯টি, বড় চাপাতি ৫টি, ছোট চাপাতি ৫টি, লোহার হাসুয়া ২টি, রামদা ৫টি, সোজা রামদা একটি, নকল ডায়মন্ড ২৭টি ও গাজা উদ্ধার করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন হোসেন বলেন, তদন্তের মাধ্যমে অস্ত্র ও মাদক কোথা থেকে এসেছে এবং এসবের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
আমার বার্তা/জেএইচ
