খাগড়াছড়ি সদরে অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গতকাল দুপুর ২টায় পার্বত্য খাগড়াছড়ি জেলার সদর উপজেলার পান বাজার এলাকায় একটি টিনসেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি-নির্বাপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আকলিমা নাজনীন, দলনেত্রী, ০৬ নং ওয়ার্ড, সদর, খাগড়াছড়ি এর তথ্যের ভিত্তিতে জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ি জনাব মো: আরিফুর রহমানের এর নির্দেশনায় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে প্রথম রেসপন্স হিসেবে ১৩ জন হিল আনসার সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে উদ্ধার ও অগ্নি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে দ্বিতীয় রেসপন্স হিসেবে  খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের ২৩ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সঙ্গে যোগ দেন।

ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি সদস্যদের দ্রুত, সমন্বিত ও সাহসী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে উক্ত গোডাউনসহ পার্শ্ববর্তী আরও তিনটি গোডাউনের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে মানবিক সেবায় আনসার-ভিডিপি সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সদস্যদের এই সাহসিকতা ও নিষ্ঠা দেশের প্রত্যন্ত অঞ্চলে “গণমানুষের বাহিনী” হিসেবে আনসার-ভিডিপির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।

আমার বার্তা/এল/এমই