
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাসাসের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসুচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাসাস আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসানুল করিম রিপনের সভাপতিত্বে ও জাসাস সদস্য সচিব সৈয়দ মিনহাজুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড নুরুজ্জামান লস্কর তপু।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী(ডি,এম দুলাল),যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাষ্টার, নোঁয়াগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতহার হোসেন মৃধা বকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল, সহ-সভাপতি মহিউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সালাহুউদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন শাহরিয়ার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, জাসাস সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা নাজমুল হাসান নাজ, নোঁয়াগাও ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মুর্শেদ মৈশান, নোঁয়াগাও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিক মৈশান।
এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড জাসাস সভাপতি নুর আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, শহীদ মিয়া,ইউনিয়ন যুবদল নেতা সুমন, ছাত্রদলের সরাইল কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন বিএনপি দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বারবার দেশের মানুষের পাশে দাড়িয়েছে। একটি দল দেশের হর্তাকর্তা হতে মরিয়া হয়ে উঠেছে,।
বিএনপি জনগণের দল। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার কাজে অংশীদার হওয়ার আহবান জানান। এছাড়া বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশের মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গিকার করেন।
সবশেষে বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ

