টেকনাফে সহকর্মীর হাতে খুন হয়েছে বিএনপি নেতা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৮:১৬ | অনলাইন সংস্করণ
মোহাম্মদ তোফায়েল, টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকায় একটি ব্রিজের নিচ থেকে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের ব্রিজের নিচে মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার জানান গতকাল আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ফোন রঙ্গীকালী তার বাড়িতে নিয়ে যায়।পরে তাকে বেধে রাখে পরিবার কাজ দাবি করে ৭০ লক্ষ টাকা,পরে পরিবার ও এলাকার কয়েক জন সেখানে উদ্ধার করতে যায়। তার বাড়িতে যারা গিয়েছে তাদের কে উদ্দেশ্যে করে ৫ রাউন্ড গুলি করে বলে জানান।
এলাকাবাসীর দাবি যারা এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে।তা না হলে টেকনাফে এ ধরনের ঘটনা প্রায় ঘটিয়ে যাচ্ছে,কোনো ধরনের চোখে পড়ার মতো বিচার আমরা দেখি নাই।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ নূর বলেন,মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
