চট্টগ্রামে চাঁদাবাজি মামলায় যুবদলের ৫ জনকে জেল হাজতে প্রেরণ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫৫ | অনলাইন সংস্করণ
মাল্টিমিডিয়া প্রতিনিধি,চট্টগ্রাম:

চট্টগ্রামের বন্দর থানাধীন কলসী দিঘীরপাড় এলাকার কাঁচা বাজারে অক্টোবর ২০২৪ মাসে সংঘটিত চাঁদাবাজি মামলায় পাঁচজন আসামিকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে। মামলার বিষয়টি এখনও চলমান রয়েছে।
সি.আর মামলা নং-০৫/২৪ (বন্দর), তারিখ- ৩১/১০/২০২৪, দ্রুত বিচার আইন ২০০২ এর ধারা ৪ ও ৫ এবং দণ্ডবিধি ১৪৯/৩৮৫/৩৮৬ অনুযায়ী দায়ের করা হয়। মামলার বাদী মোহাম্মদ নুরুউদ্দীন জাহিদ (৪৪), দক্ষিণ মধ্যম হালিশহরের একজন স্থানীয় ব্যবসায়ী।
প্রাথমিকভাবে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল বন্দর থানার সেকেন্ড অফিসার এস.আই আবু সাঈদ রানা’কে। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম মেট্রো-এর ওপর হস্তান্তর করা হয়। পিবিআই-এর মাধ্যমে তদন্ত শেষে বিস্তারিত প্রাথমিক প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
পিবিআই’র তদন্তে জানা গেছে, ২৫ ও ২৬ অক্টোবর ২০২৪ তারিখে যুবদলের রাজনীতির সাথে জড়িত কয়েকজন সক্রিয় নেতা-কর্মী স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করার চেষ্টা করেন। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন মোঃ আরিফুর রহমান (৩৪), মোঃ আসিফ (৩২), মোঃ হীরা হাওলাদার (৩০), মোঃ দিদারুল আলম (৩৭) ও মোঃ আরাফাত (৩৭)। তাদের সঙ্গে প্রায় ২০–২৫ সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে দোকানদারদের ওপর চাঁদাবাজির চেষ্টা চালান।
বাদী নুরুউদ্দীন জাহিদ মামলার প্রমাণ হিসেবে ভিডিওচিত্র পিবিআইকে সরবরাহ করেন। তদন্ত সংস্থা অভিযোগের সত্যতা যাচাই করে দণ্ডবিধির ১৪৯/৩৮৫/৩৮৬/৫০৬ ধারার আলোকে মামলা সম্পর্কিত প্রাথমিক প্রতিবেদন আদালতে দাখিল করেছে।
পরবর্তীতে মামলার বিবাদীরা আত্মসমর্পণ করলে ০৪ নভেম্বর ২০২৫ তারিখে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। স্থানীয় ব্যবসায়ী ও পর্যবেক্ষকরা আশা প্রকাশ করেছেন, আইনের যথাযথ প্রয়োগ হবে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত এগোবে।
