গণসংযোগে গুলি করে হত্যা: চট্টগ্রামে বিকেলে বিএনপির বিক্ষোভ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৩:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। গ্রেপ্তার হয়নি কোনো আসামিও।

এদিকে গণসংযোগকালে গুলির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। একইসঙ্গে এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় বিক্ষোভের ডাক দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি। বিকেলে বিক্ষোভ মিছিল হবে।’

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘ময়নাতদন্তের পর নিহতের লাশ হস্তান্তর করা হবে। এরপর মামলা দায়ের করবেন নিহতের পরিবারের লোকজন। আমাদের অভিযান চলছে। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তারের তথ্য নেই।’

গতকাল বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামি থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় তানিয়া স্টোরের সামনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে গুলি করা হয়। এতে তিনি নিহত হন। এছাড়াও প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম বিএনপি বিক্ষোভ গুলি করে হত্যা গণসংযোগ 


আমার বার্তা/জেএইচ