নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নারায়ণগঞ্জে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (৯ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ আজ ৯ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার বার্তা/এমই
