
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৮ আদিবাসী কর্মকর্তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে হালুয়াঘাট উপজেলা বিএনপির কার্যালয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে চাকরিচ্যুতরা দেখা করে সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ধৈর্য্য সহকারে তাদের কথা শোনেন এবং বিষয়টি দলের নীতি-নির্ধারনী মহলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
চাকরিচ্যুতদের বরাত দিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভুক্তভোগীরা ইসলামী ব্যাংকে চাকরিতে প্রবেশ করলেও বর্তমান জামায়াত প্রভাবিত কর্তৃপক্ষ সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। জামায়াতে ইসলামীকে মাসিক চাঁদা (ইয়ানত) দিতে অস্বীকৃতি জানানোয় তাদেরকে কালো তালিকাভুক্ত করে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত হয়ে বর্তমানে তারা মানবেতর অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে অসহায় জীবনযাপন করছেন।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে চাকরিচ্যুতরা আগামী নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে ফুলেল শুভেচ্ছা জানান।
আমার বার্তা/এমই

