মেহেরপুর থেকে নবজাতক উদ্ধার: সম্মাননা পেলেন আনসার সদস্য ইমরান

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

 

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কালীমন্দিরপাড়ায় বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধারের ঘটনায় আনসার সদস্য মো. ইমরান হোসাইনকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম ইমরানের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেন।

১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকালীন সময়ে পূজা মন্ডপে দায়িত্ব পালনকারী ইউনিয়ন দলনেতা(গাংনী উপজেলাধীন রায়পুর ইউনিয়ন) মোঃ হোসাইন, পূজামন্ডপ পার্শ্ববর্তী বাঁশবাগানে একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় ভূমিকা পালন করেন। উল্লেখিত প্রশংসনীয় কাজের জন্য অদ্য ১৩-১১-২৫ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসক  মহোদয় উক্ত ইউনিয়ন দলনেতাকে  জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে নগদ ৫০০০/টাকা এবং একটি সম্মাননা পত্র প্রদান করেন। 

আনসার সদস্যের এমন মানবিক সাহসিকতার প্রশংসা করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, হোসাইন যেভাবে মানবিকতা ও সাহস দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তার এই কাজ সমাজে মানবতার আলোকবর্তিকা হয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বদা এমন সৎ ও ইতিবাচক কাজের স্বীকৃতি দেবো।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, গাংনী উপজেলা আনসার কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই