২৬ টুকরা মরদেহের আশরাফুল হক দাফন, বন্ধুসহ গ্রেপ্তার ২
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৩:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ঢাকার হাইকোর্ট মাজারের পাশ থেকে উদ্ধার হওয়া ২৬ টুকরা মরদেহের সেই আশরাফুল হকের দাফন রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরদেহটি রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে রংপুরে পৌঁছায়। ২৬ টুকরা মরদেহ দেখে স্বজনরা ও এলাকাবাসী কাঁদতে থাকেন।
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুল হকের বড় বোন বাদী হয়ে তার বন্ধু জরেজসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পরই কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে জরেজ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, আশরাফুল হকের হত্যাকাণ্ডের সাথে তার বন্ধু জারেজুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, পরকীয়া সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আশরাফুল হককে হত্যার পর তার মরদেহ গুম করার পরিকল্পনা নেয়া হয়। তার মরদেহটি টুকরো টুকরো করে বাথরুমে ফেলে দেওয়া হয় এবং পরে ঢাকার হাইকোর্ট মাজারের পাশের দুটি নীল ড্রামে রেখে আসে।
জানা গেছে, আশরাফুল হকের বাল্যবন্ধু জরেজ মালয়েশিয়ায় বসবাস করতেন, তবে সম্প্রতি দেশে এসে জাপান যাওয়ার জন্য ২০ লাখ টাকা ধার চেয়েছিলেন আশরাফুলের কাছে। ওই টাকা দেয়ার জন্য আশরাফুল জরেজকে ঢাকায় নিয়ে এসেছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ নভেম্বর) আশরাফুল ও জরেজ ঢাকায় আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট মাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়।
আমার বার্তা/জেএইচ
