সেনবাগে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সেনবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কাজী মফিজুর রহমানের সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্ব দেন সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মোড়, প্রেসক্লাব মোড় এবং দক্ষিণ বাজার সিনিয়র মাদ্রাসা সড়ক অতিক্রম করে আবার থানার মোড় হয়ে বিএনপি কার্যালয়ে ফিরে আসেন। কর্মসূচিকে কেন্দ্র করে মিছিলের আগে–পরে প্রধান সড়কের কিছু অংশে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।

মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, নোয়াখালী–২ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে মাঠপর্যায়ের পরীক্ষিত ও কর্মী–বান্ধব নেতা কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দিতে হবে। তারা বলেন, স্থানীয় মানুষের প্রত্যাশা ও দলের তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়বে।

মিছিল শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং দলীয় উচ্চপর্যায়ের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।