ঢাকা-সিলেট মহাসড়কের বাঁক সোজা করার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের কল্যাণপুর এলাকার মরণ বাঁক সোজা করার দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কল্যাণপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিলও করেন ভোক্তভোগীরা।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকা। দেখতে সাধারণ একটি বাঁক হলেও স্থানীয়দের কাছে এটি মৃত্যুফাঁদ। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় এখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক। এ বাকের পাশেই রয়েছে মন্দির, মসজিদ, স্কুলসহ একাধিক প্রতিষ্ঠান। মন্দিরে ধর্মীয় উৎসবে আসা পুণ্যার্থীরাও শিকার হন নানা দুর্ঘটনার। এ বাঁকটি সোজা করতে জেলা প্রশাসনও নির্বাহী আদেশ দিয়েছে। তারপরও কোনো উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ।
স্থানীয়রা বহুদিন ধরে এ বাঁক সোজা করার দাবি জানালেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সর্দার খালেদ আখঞ্জি, বীর মুক্তিযোদ্ধা ইশরাক মিয়া, ইয়াকুব মহালদার, এখলাছ মেম্বার, সুফি মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এ বাঁকটি অনেকটা তীক্ষ্ম হওয়ায় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিশেষ করে রাতে বা কুয়াশায় এ ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। আর এভাবেই অসংখ্য পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এটি দ্রুত সোজা না করা হলে কঠোর আন্দোলনে নামবে এলাকাবাসী।
আমার বার্তা/এল/এমই
