বগুড়ায় যৌতুক না পাওয়ায় নববধূকে হত্যা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বগুড়া শহরের কৈপাড়ায় প্রেমের বিয়ের মাত্র এক মাসের মাথায় আফিয়া আকতার শম্পা (১৯) নামে এক নববধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শম্পার স্বজনরা দাবি করেছেন, তার স্বামী রিয়াজুল জান্নাত নাফিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়ামারা গ্রামের আনোয়ারুল ইসলামের কন্যা।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর প্রায় এক মাস আগে শম্পা বাড়ি থেকে পালিয়ে রিয়াজুল জান্নাত নাফিকে বিয়ে করেন। বিয়ের পর তারা শহরের কৈপাড়ায় একটি ভাড়া বাড়িতে দাম্পত্য জীবন শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যে প্রকাশ পায়, রিয়াজুল যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন। শম্পার বাবার কাছে তিনি ৬ লাখ টাকা ও একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেল আনার জন্য অনবরত চাপ দিচ্ছিলেন।
এই দাবিতে রাজি না হওয়ায় শম্পাকে প্রায়ই নির্যাতন করতেন রিয়াজুল জান্নাত নাফি। স্বজনরা অভিযোগ করেছেন, ধারাবাহিক নির্যাতনের এক পর্যায়ে শম্পাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় এবং পরে এটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।
নিহতের এক চাচা জানিয়েছেন, মৃত্যুর মাত্র ২০ মিনিট আগে শম্পা বাবাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, “বাবা, আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাচ্ছে, আমাকে বাঁচাও।” খবর পেয়ে শম্পার স্বজনরা ভাড়া বাড়িতে গিয়ে তার নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী এসে জানালার সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশ দেখতে পান।
স্থানীয়রা রিয়াজুল জান্নাতকে ঘটনাস্থলেই আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
আমার বার্তা/এল/এমই
