গজারিয়ার গুয়াগাছিয়ার ভাষারচরে অস্ত্রসহ ডাকাত রবিন আটক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামে একই এলাকার বিএনপি নেতা জিতু ঢাড়ির নেতৃত্বাধীন ডাকাতচক্রের সদস্য রবিন (৩৫) কে একাধিক অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ৩২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোরশেদ মিয়ার বাড়ির পাশের নদীর ঘাটে এই ঘটনা ঘটে। এ সময় মুন্না নামে এক যুবক আহত হয়েছেন।

আহত মুন্না জানান, ৬ থেকে ৭ জন ডাকাত দলের একটি ট্রলার সেখানে অবস্থান করছিল। সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসাবাদ করতে এগোতেই অস্ত্রধারী ডাকাত দল অস্ত্র প্রদর্শন করে তাকে আক্রমণের চেষ্টা করে। তিনি রাস্তার পাশে দৌড়ে পড়ে যান। এ সময় ডাকাতরা গুলি ছোড়ে। গুলির শব্দ ও তার চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। ডাকাতদের অস্ত্র প্রদর্শন ও হামলার ঘটনা দেখে গ্রামের মাইকে ঘোষণা করা হয়। মুহূর্তেই গ্রামের নারী-পুরুষ একত্রিত হলে ডাকাত দলের পাঁচজন পালিয়ে যায়। তবে রবিনকে তারা আটক করতে সক্ষম হন। ট্রলার থেকে একটি বন্দুক, একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ভাষারচর গ্রামের নারী-পুরুষ জানান, কুখ্যাত সন্ত্রাসী নয়ন পিয়াস রিপন বাহিনী এলাকায় থাকাকালীন তারা নির্ভয়ে ঘুমাতে পারতেন। কিন্তু ওই বাহিনী বিতাড়িত হওয়ার পর জিতু ঢাড়ির চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। দিনে চাঁদাবাজি–ডাকাতি আর রাতে নারীদের ওপর হামলা—এমন আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

আটক ডাকাত রবিন (৩৫) জানান, তিনি মতলব থানার বেলতলী গ্রামের শহীদুল্লাহর ছেলে। কয়েকদিন আগে বালুয়াকান্দি গ্রামের জিতু ঢাড়ি তাকে নিয়ে আসে এবং সে জিতুর বাড়িতে ভাড়া থাকে। রবিন আরও বলেন, সোমবার সকাল ১০টার দিকে তিনি, জিতু ঢাড়ির ভাতিজা সুমনসহ ৬–৭ যুবক ইঞ্জিনচালিত ট্রলারযোগে মেঘনা নদীতে ঘোরাফেরা করছিলেন। নৌ পুলিশের স্পিডবোট দেখতে পেয়ে তারা নদী থেকে ভাষারচরের খালে ঢুকে পড়ে। ট্রলারে অস্ত্র থাকার বিষয়টি তিনি আগে জানতেন না বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শী নারী-পুরুষ জানান, ডাকাতরা অস্ত্র দেখিয়ে মুন্নাকে আক্রমণ করে। গুলির শব্দ ও আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ওপর আক্রমণ চালান। এতে পাঁচজন পালিয়ে গেলেও রবিনকে আটক করা হয়। পরে ট্রলার তল্লাশি করে একাধিক অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, আটক ডাকাত রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, আটককৃত রবিনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলসদৃশ গ্যাস লাইটার ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই