হিলি সীমান্তে দুই হাজার ব্যথানাশক ইনজেকশন উদ্ধার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযানে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে প্রায় দুই হাজার পিস ভারতীয় কুপিজেসিক (ব্যথানাশক) ইনজেকশন জব্দ করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ এর হিলি মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি টহল দল।
সোমবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাঁওতালপাড়া এলাকায় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে এসব ইনজেকশন উদ্ধার করা হয়। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক তিন ব্যক্তি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবির পক্ষ থেকে বিকেল ৫টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মংলা বিশেষ ক্যাম্পের টহল দল ভোরে অভিযানে যায়। এসময় তিন ব্যক্তিকে সীমান্তের পাশে দেখা মাত্রই তাদের দিকে অগ্রসর হলে তারা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ১,৯৭৫ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
কুপিজেসিক ইনজেকশন একটি ব্যথানাশক (Painkiller) ইনজেকশন, যার প্রধান কার্যকরী উপাদান ডাইক্লোফেনাক সোডিয়াম। এটি তীব্র ব্যথা, প্রদাহ ও ফোলা কমাতে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। বিশেষ করে অস্ত্রোপচারের পর ব্যথা, আঘাতজনিত ব্যথা বা বিভিন্ন হঠাৎ সৃষ্ট ব্যথা উপশমে এ ওষুধটি দ্রুত কার্যকর ভূমিকা রাখে। অনিয়ন্ত্রিত ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি নিয়ন্ত্রিত ও প্রেসক্রিপশন-নির্ভর ওষুধ হিসেবে বিবেচিত।
আমার বার্তা/এর/এমই
