বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় ১০ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সাদ আলী (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লিলিহলের মোড়ে এই ঘটনা ঘটে। নিহত সাদ লালমনিরহাট জেলার লিয়াকত আলী লিটনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, দুপুরে একটি মোটরসাইকেল যোগে সাদ ও আর বাবা লিটন আমচত্বর থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে লিলিহলের মোড়ে আসলে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদ। এ সময় একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাদের মৃত্যু হয়। এই ঘটনায় চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, এ ঘটনায় সাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমার বার্তা/এল/এমই