পঞ্চগড়-১ আসনে লড়াই করবেন সারজিস

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷ পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনয়নে এ ঘোষনা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

এদিকে, পঞ্চগড়-১ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।

আমার বার্তা/এল/এমই