বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরাইলে দোয়া মাহফিল
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৬:৫০ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার (৪ জানুয়ারী) বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারসহ সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট সমর্থিত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
আমার বার্তা/মো. রিমন খান/এমই
